More
    Homeঅনান্যWeather update Cold amaze শহরের তাপমাত্রার পতন, তবে কি শীত হাজির...

    Weather update Cold amaze শহরের তাপমাত্রার পতন, তবে কি শীত হাজির ?

    Today Kolkata:- Weather update Cold amaze উৎসবের মরশুম মিটতেই গায়ে লাগছে হিমেল পরশ। দিনে রোদ ঝলমলে আকাশ আর রাতের দিকে অনুভব হচ্ছে শীত। অক্টোবর প্রায় শেষ, ইতিমধ্যেই বঙ্গে এসে হাজির উত্তুরে হাওয়া। রাজ্যে বৃষ্টিপাতের আর কোনও সম্ভাবনা নেই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ পারদ নামতে শুরু করবে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শীত দরজায় কড়া নেড়ে গত দশ বছরে এই প্রথম বার অক্টোবরেই তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতায়৷ জেলাগুলিতেও পারা পতনের ফলে সকাল- সন্ধ্যায় বাড়ছে শীতের আমেজ৷ আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম৷ আগের দিনের তুলনায় এক ধাক্কায় চার ডিগ্রি নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা৷

    প্রায় ১০ বছর পর রেকর্ড কলকাতায়। শুধুমাত্র কলকাতা নয়, আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১৬-১৭ ডিগ্ৰি পর্যন্ত নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্ৰির কাছাকাছি থাকবে। আগামী ৪-৫দিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বায়ুমণ্ডল থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব সরে যেতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে জলীয় বাষ্পের পরিমাণ কমে শুষ্ক আবহাওয়ার কারণেই শীতের আমেজ অনুভূত হচ্ছে৷ যদিও তা শীতের ইঙ্গিত নয় বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বঙ্গে শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ভোরবেলা সামান্য শীত অনুভূত হতে পারে। ১৫ ডিসেম্বরের আগে শীতের প্রবেশের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ দাস।

    Weather update Cold amaze শহরের তাপমাত্রার পতন, তবে কি শীত হাজির ?

    MORE NEWS – পুলিশের জন্য এক জাতি, এক ইউনিফর্ম-এর প্রস্তাব মোদীর।

    সারা দেশের পুলিশ ফোর্সকে এক ছাতার তলায় আনতে অভিনব এক প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের পুলিশকে এক ও অভিন্ন বোঝাতে একই পোশাক ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শই দিয়েছেন মোদী। শুক্রবার হরিয়ানার সুরজকুণ্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত দুই দিনের ‘চিন্তন শিবির’-রের আয়োজন করা হয়। শিবিরে ভাষণ দিতে গিয়ে এই প্রস্তাব রাখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আইনশৃঙ্খলার বিষয়টি এখন শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments