More
    Homeঅনান্যWeather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা!...

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Today Kolkata:- Weather Update Digha এই মুহূর্তে দিঘা থেকে মাত্র ১০ কিমি দক্ষিণ পূর্বে  গভীর নিম্নচাপ অবস্থান করছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা বরাবর ক্রমশ এগোবে নিম্নচাপ। আবহাওয়া  দফতরের পূর্বাভাস অনুযায়ী এই গভীর নিম্নচাপের  প্রভাব আগামী ২৪ ঘন্টাতেও থাকবে এবং তা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। এর ফলে দুই মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সোমবার থেকে কমবে বৃষ্টি। স্বাধীনতা দিবসের দিন কলকাতায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইতে পারে। নিম্নচাপের প্রভাব ওড়িশাতেই সর্বাধিক পড়বে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন।

    Weather Red alert নিম্নচাপ, রেড এলার্ট জারি আবহাওয়া দপ্তরের।

    চাষাবাদের জন্য এই নিম্নচাপ যথেষ্ট অনুকূল ভূমিকা নেবে আশা করছেন বিশেষজ্ঞরা। রবিবার দিনভর বৃষ্টি হবে কলকাতায়। তবে সোমবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। কিছুদিন আগে পর্যন্ত তীব্র গরম সহ্য করতে হয়েছিল রাজ্যবাসীকে। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা কমবে। অস্বস্তি থেকে মুক্তি পাবেন আমজনতা। আগামী ২৪ ঘণ্টায় কিছুটা বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে থাকবে। যদিও কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। কিন্ত তা সত্ত্বেও দু-একশা পশলা বৃষ্টির পরই ফের ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের।

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    MORE NEWS – তথ্য-প্রমাণ’ দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন এবার সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই তাঁদের উপর নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার তাঁদের নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, অনুব্রত-ঘনিষ্ঠ কয়েকজনের কাছে গরুপাচারের টাকা পৌঁছেছিল, সেই তালিকা তৈরি করেছে সিবিআই। যে দুটি কোম্পানির কথা জানা গিয়েছে, সেই কোম্পানিগুলোর লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments