More
    HomeখবরWest Bengal Chif Minister স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    West Bengal Chif Minister স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:– West Bengal Chif Minister “ভারতের জন্য আমার স্বপ্ন আছে। মানুষের জন্য আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ক্ষুধার্ত কেউ থাকবে না। কোনও মহিলা নিরাপত্তাহীনতায় ভুগবে না। যেখানে শিশু শিক্ষার আলো দেখবে। আসমুদ্র-হিমাচলে কোনও জাতিগত বৈষম্য থাকবে না, কোনও শক্তি মানুষের মধ্যে ভেদাভেদ করবে না। এটাই আমার স্বপ্নের ভারত।” দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে সমগ্র দেশবাসীকে জানালেন নিজের স্বপ্নের ভারত কেমন হবে ! টুইটারে নিজের টুইটের পাশাপাশি রাজ্যবাসীর কাছেও একটি প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “আমার ভারতবাসী, ভারতের জন্য আপনাদের স্বপ্ন কী?” অন্যদিকে,  নাচ-গান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ট্যাবলো প্রদর্শনীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঝলমলে রেড রোড।

    West Bengal Chif Minister স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    এদিন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে নাচের তালে পা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও।  ১৬ আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালিত হয়৷ সেই দিনটি এবার থেকে প্রতিবাদ দিবস হিসেবেও পালন করবে তৃণমূল। মমতা জানান, খেলা হবে দিবসে খেলতে খেলতে মিছিল করুন। ট্রেড মিলে না হেঁটে ছুটির দিন বিকেলে মিছিল করুন। সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলের বিরুদ্ধে প্রতিবাদে নামুন৷ এভাবেই ১৬ আগস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

    West Bengal Chif Minister স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    CBI On Documents তথ্য-প্রমাণ’ দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    Coal Scam Case কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব ইডির।

    MORE NEWS – প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    এই প্রথম জাতীয় পতাকার সামনে গর্জে উঠল ভারতের তৈরি বন্দুক। স্বাধীনতার ৭৫ বছরে প্রথা ভেঙে লালকেল্লায় (lal qila) জাতীয় পতাকার সামনে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হল ভারতে তৈরি বন্দুকের গুলি ছুড়ে। এতদিন ব্রিটেনে তৈরি বন্দুক ছুড়ে আনুষ্ঠানিক অভিবাদন দেওয়াই ছিল দস্তুর। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ভাঙল সেই রেওয়াজ। এর পাশাপাশি সেই কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও। এদিন তিনি বলেন, ‘‘যে আওয়াজ আমরা সব সময় শুনতে চাইতাম, ৭৫ বছর পর তা শুনতে পেলাম। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments