More
    Homeকলকাতাতিলোত্তমায় পারদ পতন , রাজ্যে ক্রমশ জাঁকিয়ে শুরু শীতের আমেজ।

    তিলোত্তমায় পারদ পতন , রাজ্যে ক্রমশ জাঁকিয়ে শুরু শীতের আমেজ।

    Today Kolkata:- ডিসেম্বরে (December) শুরুতেই ঝড়ো ব্যাটিং শীতের। আর খামখেয়ালি আবহাওয়া (Weather) নয় , ব্যাটিং শুরু করেছে শীত (Winter) । দাপটের জেরে কলকাতায় ক্রমশ নিম্নমুখী পারদ। সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরে (December) শীতের আমেজ অনুভব করতে পারবেন বঙ্গবাসী। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর , সকালের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া (Weather) থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পরিস্কার হবে আকাশ। তাপমাত্রা (Temparature) ১৬ ডিগ্রী আশেপাশে থাকবে বলে খবর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের শীতের প্রভাব ভালোই। বাদ যায়নি পশ্চিমের জেলাগুলিও। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দপ্তর।

    তিলোত্তমায় পারদ পতন , রাজ্যে ক্রমশ জাঁকিয়ে শুরু শীতের আমেজ।

    শুক্রবার পর্যন্ত শীতকালীন অধিবেশন , সংসদে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস।

    ”রোমাঞ্চকর ফুটবল , চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন , কুর্নিশ ফ্রান্সের লড়াইকে” , টুইট প্রধানমন্ত্রীর।

    CAA ’র কথা বলে মতুয়াদের অপমান করছে বিজেপি, নাগরিকত্ব ইস্যুতে কটাক্ষ অভিষেকের।

    MORE NEWS – জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, বছর শেষে মোদি মমতা সাক্ষাৎ ?

    আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠকে রাজ্য সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তবে কি বছর শেষে আবার মোদি মমতা সাক্ষাৎ ? যদিও সম্প্রতি একাধিকবার বৈঠকে দেখা গিয়েছে তাঁদের। ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) সভাপতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সুচি অপরিবর্তিত থাকলে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর (Prime Minister)। CONTINUE READING

    MORE NEWS – জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, বছর শেষে মোদি মমতা সাক্ষাৎ ?

    ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যোগ দিতে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নবান্নের (Nabanna) সভাঘরে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) ঘরে ১০ থেকে ১৫ মিনিট আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Union Home Minister) উপস্থিতিতে উঠে এসেছে ডিভিসির জলাধারের পলি প্রসঙ্গ। বর্ষাকালীন মরশুমে বরাবরই ভেসে যায় পশ্চিমবঙ্গ (West Bengal)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments