More
    Homeঅনান্যXiaomi নিয়ে আসতে চলেছে ২০০ এমপি ক্যামেরা!

    Xiaomi নিয়ে আসতে চলেছে ২০০ এমপি ক্যামেরা!

    Today kolkata:- দিন যত এগোচ্ছে প্রযুক্তি তত আরো উন্নত হচ্ছে। আর বিভিন্ন মোবাইল সংস্থা নতুন নতুন ফিচার আনছে। এবার Xiaomi নিয়ে আসতে চলেছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন। Xiaomi এই ফোন নিয়ে আসতে পারে Redmi ব্র্যান্ডের অধীনে। রিপোর্ট অনুযায়ী, সেই ফোনটি হল Redmi K50S Pro। টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন যে, Redmi K50S Pro ফোনে ২০০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ক্যামেরা ব্যবহার করা যাবে। এর ফলে খুব কম আলোতেও ইউজাররা এই ফোনের মাধ্যমে হাই কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এছাড়াও এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন চিপ ১। অর্থাৎ উন্নত ক্যামেরার পাশাপাশি থাকছে উন্নতমানের ডিভাইসও। টিপস্টার যোগেশ ব্রার আসন্ন Redmi K50s প্রো-এর সম্পূর্ণ স্পেস শীট প্রকাশ করেছেন।

    Online fraud অনলাইন প্রতারণার শিকার খোদ পুলিশকর্মী! খোয়ালেন ২ লক্ষ টাকা।

    তাতে জানা যাচ্ছে, এই ফোনে ব্যবহার করা হতে পারে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও মেইন ক্যামেরা হিসাবে ব্যবহার করা হবে ২০০ মেগাপিক্সেলের সেন্সর এবং নতুন স্ন্যাপড্রাগন চিপ। তার মতে, Redmi K50s Pro একটি 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেলের সাথে আসবে যা 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে। এছাড়াও ১২ জিবির র‍্যাম, ২৫৬ জিবির স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি, ১২০ ডবলু ফাস্ট চার্জ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। জানা গিয়েছে যে Redmi K50S Pro ফোন গ্লোবালি Xiaomi 12T Pro নামে লঞ্চ করা হতে পারে। তবে ডিভাইসটির লঞ্চের তারিখ এবং মূল্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

    Xiaomi নিয়ে আসতে চলেছে ২০০ এমপি ক্যামেরা!

    MORE NEWS – গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    Corona virus update জ্বর। সর্দি-কাশি। সঙ্গে গা-হাত-পা ব্যথা। শরীর দুর্বল। গত এক-দু’মাসে এই উপসর্গে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়! থার্মোমিটারে শরীরের উত্তাপ বাড়লেই আতঙ্ক বুঝি করোনা হল। জুনে দেশের বিভিন্ন রাজ্যে এই ভাইরাসের দাপাদাপি বাড়লেও জুলাই তা অনেকটাই থিতিয়ে গিয়েছে। তা হলে কি করোনার সাম্প্রতিক স্ফীতি শক্তি হারাল? চিকিৎসকদের ধারণা, গত দেড়-দু’মাসে যাঁরা জ্বরে ভুগেছেন, তাঁদের অনেকেই করোনার মৃদু উপসর্গে আক্রান্ত ছিলেন। কিন্ত পরীক্ষা না করানোয় তাঁরা আদৌ করোনায় সংক্রমিত (Corona virus update)হয়েছিলেন কি না, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments