অভিনেত্রী উর্বশী রাউতেলার মতে ‘পাহাড়ি কন্যা’ তিনি। আর সেই কারণেই ‘সুন্দর’ হয়ে উঠতে চেহারায় ছুরি-কাঁচি চালালনি তিনি। এ বার এ বার তাঁর রাজ্যই হবে চলচ্চিত্রের শুটিংয়ের অন্যতম কেন্দ্র। সম্প্রতি উত্তরাখণ্ডের হর্ষিল উপত্যকার এক জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান উত্তরাখণ্ডকে ছবির শুটিংয়ের অন্যতম স্থান হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন উর্বশীও। এই প্রসঙ্গে নায়িকা বলেন, “উত্তরাখণ্ড আমার জন্মভূমি। তাই আমার মনে এর জন্য বিশেষ জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী যা করেছেন, একদম ঠিক করেছেন। এই রাজ্যে অসাধারণ সুন্দর কিছু জায়গা রয়েছে। সংস্কৃতির দিক থেকেও এই রাজ্য সমৃদ্ধ। ছবির শুটিং করার জন্য তো অবশ্যই আদর্শ।”
প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে উত্তরাখণ্ড বরাবরই ভ্রমণবিলাসীদের পছন্দের তালিকায়। অভিনেত্রী বলেন, “উত্তরাখণ্ডে অসংখ্য সুন্দর এলাকা রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতমালা যেমন রয়েছে, তেমনই রয়েছে সবুজে ঘেরা উপত্যকা। এক কথায়, এই অঞ্চল ছবির শুটিংয়ের জন্য অসাধারণ। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রত্যন্ত এলাকায় যাতায়াত করার বিষয়টি দেখতে হবে।”