‘অলিম্পিকে জোড়া পদক জিতেও কি পুরস্কারের জন্য হাত পাততে হবে’? মনু ভাকেরকে খেলরত্নের জন্য মনোনীত না করায় ক্ষোভ উগড়ে দিলেন তাঁর বাবা রামকৃষ্ণ ভাকের। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। এ’বছর ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে স্বাধীন ভারতে এক অলিম্পিক থেকে জোড়া পদক জয় করেছিলেন শ্যুটার মনু ভাকের। জানা গেছে, খেলরত্ন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত হয়নি। যেখানে রয়েছে ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের মতো নাম। কেন বাদ মনুর নাম? এই নিয়ে শুরু হয় চর্চা। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মনু ভাকের খেলরত্নের জন্য আবেদন করেননি। যদিও মনুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনু খেলরত্নের জন্য আবেদন করেছেন। এরপরই মনুর বাবা বলেন, ‘এভাবে কি অ্যাথলিটদের উৎসাহ দেওয়া যায়? কেন অভিভাবকরা সন্তানদের খেলাধুলোয় উৎসাহ দেবে?’