More
    Homeঅনান্যঅল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!

    অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার | এই শীতে রুক্ষ-শুষ্ক ত্বককে বলুন বাই বাই!

    এই শীতে ত্বক থাকুক যত্নে

    ঠান্ডার মধ্যে রূপচর্চা করতে আলসেমি লাগে, জানি! কিন্তু শীতকালে ফেইসে ময়েশ্চারাইজার বা ক্রিম না অ্যাপ্লাই করলে তো স্কিন একদম ড্রাই ও রাফ হয়ে যায়। আর গোসলের পর শরীরে লোশন বা অয়েল না লাগালেই নয়! তাই অন্য সিজনে ত্বকের যত্ন না নেওয়া হলেও শীতকালে কিন্তু নিয়ম করেই সবাই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে। এমনকি ছেলেরাও! আসলে কেউই তো চাইবে না যে স্কিন রুক্ষ-শুষ্ক দেখাক। চলুন এক নজরে দেখে নেই এই সিজনে ত্বকের যত্নে কী কী প্রয়োজন-

     

    ময়েশ্চারাইজিং শাওয়ার জেল

    বডি লোশন

    অলিভ অয়েল

    ক্লেনজার

    হাইড্রেটিং টোনার

    ময়েশ্চারাইজার

    লিপবাম

    অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

    লিমিটেড বাজেটে কীভাবে প্রোপারলি স্কিন ও বডি কেয়ার করা যায়, সেটা অনেকেই জানতে চান। আজ যে প্রোডাক্টগুলো সাজেস্ট করবো সেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি। চলুন তাহলে একটু ডিটেইলসে জেনে নেই।

     

    অল্প বাজেটে উইন্টার স্কিনকেয়ার

     

    ময়েশ্চারাইজিং শাওয়ার জেল

    শীতকালে গোসল করতে একটু অনীহা লাগে সবারই, তাই না? কিন্তু স্কিনকে প্রোপারলি ক্লিন রাখতে ও সুস্থ থাকতে কুসুম গরম পানি দিয়ে রেগুলার শাওয়ার নেওয়া উচিত। যেহেতু এই সিজনে স্কিন ড্রাই ও রাফ হয়ে যায়, তাই আপনার প্রয়োজন এমন একটি শাওয়ার জেল যা স্কিনকে ক্লিন করার পাশাপাশি নারিশমেন্টও প্রোভাইড করবে। Rajkonna Moisturizing Shower Gel হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। ৩৩০ মি.লি. পরিমাণের এই শাওয়ার জেল পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী মূল্যে। এতে আছে আরগান অয়েল ও রোজ এক্সট্র্যাক্ট যা স্কিনের ময়েশ্চার লক করে এবং প্রতিবার শাওয়ারে আপনাকে দেয় রিফ্রেশিং ফিলিং। এতে প্যারাবেন ও অ্যালকোহল নেই, তাই ব্যবহার করুন নিশ্চিন্তে। এছাড়াও রিজনেবল প্রাইসে NIVEA Female Shower Gel Frangipani & Oil, Dove Deeply Nourishing Body Wash, Palmolive Limited Edition Cheerful Smile Shower Gel এগুলো ট্রাই করতে পারেন।

    বডি লোশন

    শীতকালের মোস্ট অ্যাসেনশিয়াল বডি কেয়ার প্রোডাক্ট হলো লোশন। বডি লোশন ছাড়া তো উইন্টার স্কিনকেয়ার ইনকমপ্লিট, তাই না? কম বাজেটের মধ্যে ডিপ ময়েশ্চারাইজিং ও ব্রাইটেনিং বডি লোশন খুঁজছেন? তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্যা বেস্ট অপশন হচ্ছে Rajkonna Brightening Body Lotion Super Moisture। কারণ এতে আছে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস যা স্কিনের ময়েশ্চার লক করে ৪৮ ঘন্টা পর্যন্ত স্কিনকে রাখে সফট আর হাইড্রেটেড। ৩০০ মি.লি. পরিমাণে থাকে, একা ব্যবহার করলে একটি লোশন দিয়ে আপনি উইন্টার সিজন পার করতে পারবেন। ‘রাজকন্যা’ ব্র্যান্ডের আরেকটি লোশন আছে Rajkonna Brightening Body Lotion Super Radiant, যা বডির স্কিন ব্রাইট করতে দারুণ কাজ করে। আপনার কনসার্ন অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments