অস্কার ব্রুজো দায়িত্ব নিচ্ছেন ইস্টবেঙ্গলের, সেইসঙ্গেই জোরালো হয়েছে বসুন্ধরা কিংস থেকে রবসন রবিনহোর আসাও। গোলস্কোরিং বাড়াতেই ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহোর ওপর এবার ভরসা রাখতে পারেন লাল হলুদ কর্তারা। কারণ, বাংলাদেশের পরিস্থিতি যা তাতে বসুন্ধরা কিংসও খরচ বাড়াতে রাজি নয়। সেক্ষেত্রে ক্লেটন সিলভাকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। এ মরসুমে তাঁর তেমন ফর্ম নেই। সেইসঙ্গে বয়সও ৩৭ হয়ে গেছে। তাই তারুণ্যে ভরসা রাখতে পারে ইস্টবেঙ্গল। জানা যাচ্ছে, নভেম্বরেই বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি শেষ হতে পারে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসেবে ব্রুজো ইস্টবেঙ্গলে নিয়ে আসতেই পারেন তাঁর পছন্দের তারকাকে। তবে আনোয়ার ইস্যুতে ফের যদি প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে শাস্তি পায়, তাহলে বরসনকে আনার অঙ্কটা জটিল হয়ে যাবে।