আইএসএল ম্যাচে অভব্য আচরণ সাদা কালো সমর্থকদের। এবার রিপোর্ট করল কেরালা ব্লাস্টার্স। কিশোর ভারতী স্টেডিয়ামে রবিবার মহমেডান বনাম কেরালা ম্যাচ যত এগোতে থাকে, ততই উত্তপ্ত হতে থাকে গ্যালারি। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ও উড়ে আসতে থাকে মুহুর্মুহু জলের বোতল। যারফলে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধও রাখতে হয়। হাত জোড় করে দু’দলের সমর্থকদের শান্ত হওয়ার আবেদও জানান কেরালার বাঙালি ফুটবলার প্রীতম কোটাল। শেষপর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে যায় কেরালা। যদিও অপ্রীতিকর পরিস্থিতি একেবারেই ভালোভাবে নেয়নি কেরালা ম্যানেজমেন্ট। সরাসরি আইএসএল কর্তৃপক্ষকে এবার রিপোর্ট করল তারা। এবারই প্রথমবার আইএসএল টুর্নামেন্টে অংশ নিয়েই বিতর্কের মুখে পড়ল মহমেডান স্পোর্টিং। পেতে পারে শাস্তিও।