আন্তর্জাতিক টুর্নামেন্টে জ্বলে উঠেছে নিভন্ত মশাল। ইস্টবেঙ্গল ক্লাবে তাই উৎসব। সমর্থকদের মুখে শোনা গেল ইস্টবেঙ্গল স্লোগান। অস্কার ব্রুজোর লাল হলুদ ব্রিগেডকে ঘিরে দেখা গেল উচ্ছ্বাস। উঠল পতাকাও। ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া সহ ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা। লাল হলুদকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সমর্থকরাও।