ঈদের চাঁদা তোলা কে কেন্দ্র করে মারধোর এক যুবককে বর্ধমান নীলপুর এলাকায়।ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। অভিযোগকারী জানান নীলপুর এলাকায় কিছু যুবকরা ঈদের চাঁদা তুলছিলেন,সেই সময় রাস্তা যানজটের সৃষ্টি হয়। যুবক ঈদ কমিটির সঙ্গে কথা বলতে যান। তিনি বলেন,রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে চাঁদা তোলা হচ্ছে তাতে মানুষের সমস্যা হচ্ছে, চাঁদা আপনারা তুলতেই পারেন। তবে এইভাবে না তোলাটাই উচিত। এই কথা বলায় যুবককে মারধর করা হয় এবং তার গাড়িও ভাঙচুর করা হয়। তিনি সমস্ত বিষয়টি অভিযোগ করেছেন বর্ধমান থানায় এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পর আপাতত তিনি সুস্থবোধ করছেন। ঘটনাটি ঘটেছিল কাল রাতে।যদিও যারা মারধর করেছিলেন তারা এই মুহূর্তে পালা তক এবং তাদের নাম ঠিকানাও জানা যায়নি।সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে বর্ধমান থানায় পুলিশ।