আবার নতুন সিরিজ। তারমানেই নতুন নতুন রেকর্ড আর নজিরের হাতছানি। একঝলক দেখে নিন ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টে কী কী রেকর্ড হতে পারে।
চলতি বছর টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সওয়াল ৯২৯ রান করেছেন। প্রথম ম্য়াচে ৭১ রান করতে পারলে ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১,০০০ রানের মাইলস্টোন ছোঁবেন। এ’বছর এই মাইলস্টোন ছুঁয়েছেন একমাত্র জো রুট।
রোহিত শর্মার ৬১ টেস্টের ১০৫ ইনিংসে রোহিতের নামের পাশে ৪১৮০ রান। সেইসঙ্গে রয়েছে ৮৭টি ছক্কা। আর তিনটি ছক্কা হাঁকালেই বীরেন্দ্র সেহওয়াগের ৯০টি ছক্কার রেকর্ড স্পর্শ করবেন।
বিরাট কোহলির ৯০০০ হাজার রান করতে আর ৫৩ রান বাকি।
কুলদীপ যাদব ৩০০ আন্তর্জাতিক উইকেটে পৌঁছানোর থেকে মাত্র ৬ উইকেট দূরে।
রবিচন্দ্রন অশ্বিন আর তিনটি উইকেট পেলেই নাথান লিওঁকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটের মালিক হবেন। তার উইকেট সংখ্যা এখন ১৮৫। লিওঁর উইকেট সংখ্যা ১৮৭। সিরিজে ১৫ উইকেট নিলে ২০০ উইকেটের মাইলস্টোন গড়বেন অশ্বিন। আর ১১টি উইকেট পেলেই ভারতীয় মাটিতে সর্বাধিক উইকেট শিকারি হবেন তিনি।