একসময় এল ক্লাসিকোয় মেসি-রোনাল্ডোর লড়াই ঘিরে মেতে উঠত বিশ্ব ফুটবল। শ্রেষ্ঠত্বের লড়াই ছিল যেমন দুই হেভিওয়েট দলের, তেমনই দুই মহানায়কের। সেসব অতীত। তবু একসময় ‘ঘর’ হয়ে ওঠা রিয়াল বা বার্সা জিতলে এখনও খুশি হন বা দুঃখিত হন মহাতারকারা। রিয়াল বিধ্বস্ত হয়েছে এবার বার্সেলোনার কাছে। তাতে রোনাল্ডোর দুঃখ জানা না গেলেও, প্রাক্তন ক্লাবের এমন কীর্তির পর শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বার্সেলোনাকে অভিনন্দন জানিয়ে বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা লেখেন, ‘কী দারুণ সুন্দর জয়! সঙ্গে হাততালির ইমোজিও দেন তিনি।