More
    Homeখেলাএবারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সামনে রয়েছে ১০ রেকর্ডের হাতছানি

    এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সামনে রয়েছে ১০ রেকর্ডের হাতছানি

    এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের সামনে রয়েছে ১০ রেকর্ডের হাতছানি। দেখে নিন একনজরে

    *৩৫০ – বিরাট কোহলি আর মাত্র ৩৫০ রান করলেই টপকে যাবেন রিকি পন্টিংকে। চলে আসবেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে।

    *১ – একটা সেঞ্চুরি করলেই বিরাট কোহলি হবেন অস্ট্রেলিয়ার মাঠে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার। বর্তমানে ছয় সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরের সঙ্গে আছেন যুগ্মভাবে।

    *২ – আর ২টি সেঞ্চুরি করলেই বিরাট কোহলি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির মালিক হবেন। শচীনের রয়েছে ৯টি। বর্তমানে বিরাটের রয়েছে ৮টি।

    *৪৪৪- শচীন তেন্ডুলকরের এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান ১৫৬২। যা ভাঙতে যশস্বী জয়সওয়ালের লাগবে আরও ৪৪৪ রান।

    *১৫- বাঁ হাতি ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানে পৌঁছতে যশস্বীর লাগবে ১৫ রান। সর্বোচ্চ রেকর্ড আছে গৌতম গম্ভীরের (১১৩৪ রান)।

    *১- ১ উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫৫০ উইকেট হবে রবিচন্দ্রন অশ্বিনের।

    *১৩- ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হতে অশ্বিনের দরকার ১৩ উইকেট। বর্তমানে সবচেয়ে বেশি উইকেট কপিল দেবের (৫১টি)। এরপর কুম্বলের উইকেট সংখ্যা ৪৯টি।

    *৮ – আর ৮টি উইকেট পেলেই বর্ডার-গাভাসকর ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী হবেন অশ্বিন। ভাঙবেন লাথান লিওঁর রেকর্ড।

    *২৭ – আর ২৭টি উইকেট পেলেই ষষ্ঠ ভারতীয় পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছোঁবেন জসপ্রীত বুমরাহ। হতে পারেন দ্রুততম ভারতীয় পেসারও।

    *২০- আর ২০ উইকেট পেলেই অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন বুমরাহ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments