‘এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে’, গানে গানে প্রতিবাদ শ্রেয়া ঘোষালের। অরিজিতের পর লাইভ কনসার্টে এবার কণ্ঠ ছাড়লেন তিনিও। হ্যাঁ, ১৯ অক্টোবরের কনসার্ট যেটি হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর মাসে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন শ্রেয়া। তিনি কথা রাখলেন, কনসার্টেও এলেন এদিন। নেতাজী ইন্ডোর স্টেডিয়াম তখন উপচে পড়ছে অনুরাগীদের ভিড়ে। গান ধরলেন শ্রেয়া। একের পর এক লাইন, ‘‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি / সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সুপ্তি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে…” যেন কাঁটার মতো শরীরে বিঁধছে বাস্তব। গায়িকার সঙ্গে গলা মেলালেন অনুরাগীরাও। তাঁর এমন প্রতিবাদ স্মরণীয় হয়ে থাকল সকলের হৃদয়ে।