কখনও সাউন্ড টাওয়ারের উপর উঠে পড়ছেন, আবার কখনও ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার উপক্রম! এমনকি উড়ে আসে জুতোও, পাটনার গান্ধী ময়দানে এ কোন পরিস্থিতির মুখোমুখি হলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা? বলাবাহুল্য, এই মুহূর্তে তাঁদের আগামী ছবি ‘পুষ্পা ২’-এর প্রচার নিয়ে ব্যস্ত তারকাজুটি। ছবিটিকে ঘিরে দর্শকদের উত্তেজনাও নেহাত কম নয়। এ দিন তারই ঝলক মিলল পাটনাতে। দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ নভেম্বর মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে গান্ধী ময়দানে সশরীরের উপস্থিত ছিলেন অল্লু অর্জুন এবং রশ্মিকা। দর্শকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছিল পুলিশি নিরাপত্তাও। তবে উত্তেজিত জনতাকে ঠেকিয়ে রাখার সাধ্য কোথায়! ব্যারিকেড ভেঙে যাওয়ায় এক সময়ে কিছু সংখ্যক মানুষের উপর লাঠি চার্জও করতে হয় পুলিশকে। অন্যদিকে ক্ষিপ্ত জনতাও চড়াও হয় পুলিশের উপর। ছুড়তে থাকে জুতো, হাওয়াই চটি। কয়েক মুহূর্তের জন্য ঘাবড়ে যান রশ্মিকা এমনকি স্বয়ং ‘পুষ্পা’ও।