More
    Homeখবরকাঞ্চন মল্লিকের বেফাঁস মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, অবশেষে ক্ষমাপ্রার্থী উত্তরপাড়ার বিধায়ক

    কাঞ্চন মল্লিকের বেফাঁস মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, অবশেষে ক্ষমাপ্রার্থী উত্তরপাড়ার বিধায়ক

    আরজি কর কাণ্ডে দলের নেতা-কর্মীদের কুকথা আরও চাপ বাড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলনেত্রী ফোঁস করতে বলেছিলেন। কিন্তু নেতা-কর্মীদের সেই ফোঁসের জেরে বিপাকে পড়েছে দল। রবিবারই সেরকমই ফোঁস করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর বিস্ফোরক মন্তব্যে কারণে সমালোচনার বন্যা বয়ে যায়। এবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন কাঞ্চন।

     

    রবিবার তিনি কোন্নগরে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ থেকে আন্দোলন নিয়ে কটূক্তি করেন জুনিয়র ডাক্তারদের। তিনি বলেন, ‘মাসের শেষে সরকারি বেতন, পুজোর আগে বোনাস হাত পেতে নেবেন তো?’ জুনিয়র ডাক্তারদের উদ্দেশে কটূক্তির জেরে সোমবার দিনভর সমালোচিত হন কাঞ্চন মল্লিক। বিরোধী দলের নেতারা তো বটেই, চলচ্চিত্র জগতে তাঁর সহকর্মী-বন্ধুরাই তীব্র নিন্দা করেন তাঁর। বয়কটের হুমকি দেন সহকর্মীরাই। তাঁর বিবেকবোধ নিয়ে প্রশ্ন করেন ঘনিষ্ঠ বন্ধুরাই। শেষপর্যন্ত তিনি ক্ষমাপ্রার্থী।

     

    সোমবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল একটি ধরনামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।’ তিনি আরও বলেছেন, ‘আমি কোনও সাফাই গাওয়ার জন্য ভিডিওটি করিনি। অন্তর থেকে নিজের ভুল অনুভব করতে পেরেছি। বাড়িতে আমারও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পরে। এ ছাড়া, আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দিই।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments