কিং অফ ক্লে’র ফেয়ারওয়েল। ২০০৫ সালে প্রথম, শেষটা ২০২২ সালে। ফ্রেঞ্চ ওপেনে সব মিলিয়ে রাফায়েল নাদাল জিতেছেন ১৪টি গ্র্যান্ডস্লাম। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার নাদাল ফরাসিদের কাছে ‘দ্য স্প্যানিশ বুল’ নামেই খ্যাত। বিদায়বেলায় আইফেল টাওয়ারের সামনে হল বিশেষ লেজার প্রদর্শনী। প্যারিসের রাতের আকাশে ভেসে উঠল নাদালের ছবি।