কেরিয়ারে যতই সাফল্য আসুক না কেন, জীবনটা যেন সত্যি অন্যরকম হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার। খুব মিস করেন নিজের ছেলে অগস্ত্যকে। তাই সুযোগ পেলে ছেলের সঙ্গেই সময় কাটান হার্দিক। ১৮ জুলাই হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ দু’জনে বিচ্ছেদের খবর জানিয়ে দেন সমাজ মাধ্যমে। এরপর ছেলেকে নিয়ে চলে যেতেই দেখা যায় নাতাশাকে। কিন্তু এরপরও নাতাশা ভারতে এলে ছেলের দেখা পান হার্দিক। নিজের মতো সময় কাটান ছেলের সঙ্গে। সেই মুহূর্তের ছবিই সমাজ মাধ্যমে নিজের ভক্তদের সঙ্গে ভাগ করেছেন হার্দিক। লিখেছেন, ‘ক্লান্তিকর দিনের পর ওর পায়ে মাথা রেখে বিশ্রাম নেওয়া আমার জন্য সর্বকালের সেরা অনুভূতি।’