More
    Homeখবরকোর কমিটিতে কী ভূমিকা হবে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতর? স্পষ্ট করলেন অভিষেক

    কোর কমিটিতে কী ভূমিকা হবে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতর? স্পষ্ট করলেন অভিষেক

    দীর্ঘদিনের বন্দিদশা কাটিয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ফেরার পরেই বীরভূম তৃণমূলের কোর কমিটির যে সাপ্তাহিক বৈঠক চলত তা স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু জেলা তৃণমূল সূত্রে খবর, হঠাৎই আগামী ১৬ তারিখ বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই বীরভূমে দল পরিচালনার ক্ষেত্রে কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে মত দেন। কোর কমিটিতে জেলা সভাপতি কেষ্টর কী ভূমিকা হবে, তা-ও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।

    অনুব্রত গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, অনুব্রত ফিরে না আসা পর্যন্ত তিনিই বীরভূমের সংগঠন দেখবেন। পুজোর আগে অনুব্রত জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৈঠকের ডাক দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তবে এই বৈঠকে অনুব্রত যোগ দেন কি না, তা‌ অবশ্য সময়ই বলবে।

    বৃহস্পতিবার ছিল অভিষেকের জন্মদিন। ওই দিনই বীরভূমে দলের কোর কমিটির ভবিষ্যৎ নিয়ে ‘ব্যক্তিগত অভিমত’ ব্যক্ত করে তিনি বলেন, ‘‘আমার ব্যক্তিগত মত, কোর কমিটি থাকা উচিত। কারণ, এই কোর কমিটিই বীরভূমে আমাদের দু’টি (লোকসভা) আসনে জয় ধরে রেখেছে। ব্যবধানও বাড়িয়েছে।’’ কেষ্টর ভূমিকা নিয়ে অভিষেক বলেন, “উনি কোর কমিটিকে পরিচালনা করবেন।’’ উল্লেখ্য, কোর কমিটি রাখার পক্ষেই মতামত জানিয়ে অনুব্রত বলেছিলেন, ‘‘কোর কমিটির সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি করা যায় কি না, সে বিষয়ে আমি দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। কারণ, এই কমিটির অনেকেই বোলপুরের। আরও অন্য জায়গা থেকে সদস্য নেওয়া দরকার।’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments