গতবার যতই বিতর্ক হোক না কেন, হার্দিকেই আস্থা রাখতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে পরিষ্কারভাবে জানিয়ে দেন হার্দিকই দলের অধিনায়ক। তাই খুশির আবহেই দীপাবলির উৎসবে শামিল হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও এবার পাশে নেই নাতাশা। তবে আলোর উৎসবে ছেলে অগস্ত্যকে পেয়েছেন। তাই ছেলেকে নিয়ে দাদা ক্রুণাল পান্ডিয়া, বৌদি ও ভাইপোর সঙ্গে দীপাবলী সেলিব্রেশন করলেন জাতীয় দলের তারকা।