ঘরের মাঠে ইংল্যান্ড, বাংলাদেশকে হারানোর পর এবার টিম ইন্ডিয়ার মিশন কিউয়ি বধ। বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ নিশ্চিত করতে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৬ বছর ভারতের মাটিতে টেস্ট জিততে পারেনি কিউয়িরা। মোট ৬২ টেস্টে ভারত ও নিউজিল্যান্ড দল মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ২২ টেস্টে। নিউজিল্যান্ড জয় পেয়েছে ১৩টি ম্যাচে। ২৭টি ম্যাচ ড্র হয়। তবে শেষ পাঁচ টেস্টে দুই দলের মুখোমুখিতে ভারত যেখানে এক টেস্ট জিতেছে, সেখানে নিউজিল্যান্ডের টেস্ট জয়ের সংখ্যা তিন। একটা ড্র হয়েছে। শেষ ম্যাচে ২০২১ সালে ওয়াংখেড়েতে ভারত জিতেছিল ৩৭২ রানে।