ঘরে ঢুকে মধ্য রাতেই ছুরি দিয়ে অভিনেতার ওপরে এলোপাথাড়ি কোপ! বাড়িতেই মধ্য রাতে ভয়ঙ্কর হামলা সইফ আলি খানের উপরে। প্রশ্ন উঠছে নিরাপত্তার! সূত্র অনুযায়ী, সইফ আলি খানের উপরে বুধবার গভীর রাতে হামলা করে এক দুষ্কৃতী। মধ্য রাতে বাড়িতে ঢুকে আলমারি খুলে চুরি করতে গিয়ে শব্দ হয়। তাতে বাড়ির যারা দেখভালের দায়িত্বে রয়েছেন তারা জেগে যান। চিৎকার করাতে চোর পালানোর চেষ্টা করে। তখনই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যাওয়ায় ভয় পেয়েই চোর সইফের উপরে ছুরি দিয়ে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে, সইফের উপর প্রায় ছ’বার ছুরির কোপ চালানো হয়। তাতে তার পেটে ছুরির আঘাত লাগে। সেই রক্তাক্ত অবস্থায় নবাবকে তাঁর পরিবারের লোকেরাই উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তল্লাশিও শুরু হয়েছে।