চলতি বছরই বিয়ের পিঁড়িতে প্রভাস! প্রেমের গুঞ্জন সত্যি করে বিয়ে করতে চলেছেন দক্ষিণী অভিনেতা? পাত্রী কে? প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরে অভিনেতাকে নিয়ে জল্পনার শেষ নেই নেটমহলে। জড়িয়েছে একাধিক অভিনেত্রীর নামও। সেই তালিকায় রয়েছে অনুষ্কা শেট্টির নামও। ‘বাহুবলী’ ছবির সময় থেকে গুঞ্জন রটেছিল অনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি। তবে এখন ঘটনা মোড় নিল অন্য দিকে। এক সাক্ষাৎকারে রামচরণের মন্তব্য ঘিরে শুরু হল নতুন করে জল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী তারকা জানিয়েছেন , খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে। এখানেই শেষ নয়, জল্পনা বাড়িয়ে দিয়েছে দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানও। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। তাতেই বাড়ল কৌতূহল।