অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকাটাই নিয়ম। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই করাচিতে ভারতের পতাকা না থাকায় জোর বিতর্ক শুরু হয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর দিন ঠিকই উড়ল পাক ভূমিতে ভারতের পতাকা। ফলে, আর কোনও বিতর্ক থাকল না। সমাজ মাধ্যমে করাচিতে অন্যান্য পতাকার সঙ্গে ভারতের তেরঙ্গা পতাকা থাকার ভিডিও ও ছবি পোস্ট করেছেন আরও অনেকেই। তবে প্রথম অবস্থায় পতাকা না থাকায় রাজীব শুক্লা জানিয়েছিলেন, ‘প্রথমত, আমাদের নিশ্চিত হতে হবে ভারতের পতাকা সেখানে আছে কি নেই। যদি না থাকে, তাহলে অবশ্যই থাকা উচিত। অংশগ্রহণকারী সব দেশের পতাকাই সেখানে থাকা উচিত।’ আপাতত, জার্সি বিতর্কের পর এই পতাকা বিতর্কেরও অবসান হল।