চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই পাকিস্তানকে সিংহাসনচ্যুত করল ভারত। বাবর আজমকে হটিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের মসনদে বসলেন শুভমন গিল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়েও বাবরকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এই ওপেনার। অসাধারণ ফর্মের ভিত্তিতে ৭৯৬ রেটিং পয়েন্ট পেয়ে বাবরকে (রেটিং পয়েন্ট ৭৭৩) ছাপিয়ে যান শুভমন। তিন নম্বরে এসেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬১। ৭২৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৯ নম্বরে রয়েছেন শ্রেয়স আইয়ারও।