More
    Homeবিনোদনজন্মদিনের আবহেই সুখবর দিলেন মিমি চক্রবর্তী

    জন্মদিনের আবহেই সুখবর দিলেন মিমি চক্রবর্তী

    জন্মদিনের আবহেই সুখবর দিলেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। তার আগেই ‘মা’ হলেন তিনি! কোলে এল তাঁর পঞ্চম ‘সন্তান’। তাকে কোলে নিয়ে নিজেই অনুরাগীদের জানালেন সুখবর।

     

     

     

     

    ভিডিয়োর এক ঝলক দেখেই আবেগে ভেসেছেন অনুরাগীরা। আবেগঘন মিমিও। হাসি মুখে বলছেন, “এর আগেও ক্যানসারে আক্রান্ত একটি সারমেয়কে দত্তক নিয়েছিলাম। ওর নাম রেখেছিলাম ফেব্রুয়ারি। কিন্তু অনেক চেষ্টার পরেও বাঁচাতে পারিনি তাকে। আবারও এক খুদে সারমেয়কে ‘প্যাসিভ অ্যাডপ্ট’ করলাম। এরও নাম রেখেছি ফেব্রুয়ারি। ও আমার পঞ্চম সন্তান।” সেইসঙ্গে সংস্থার তরফে মিমি অনুরাগীদের কাছেও অনুরোধ করেন কোনও সারমেয় বন্ধুকে বাড়িতে নিয়ে যেতে না পারলেও ‘প্যাসিভ অ্যাডপ্ট’ করতে পারেন তাঁরা। তার বিনিময় দিতে হবে খুবই কম অর্থ।

     

     

     

     

    বরাবর সারমেয়প্রেমী মিমি। তিনি নিজেও বহু সারমেয় সন্তানের মা। অভিনেত্রীর ভিডিয়োতেও ধরা পড়ে তাঁর পশুপ্রেমের ঝলক। এ দিনেও তার কমতি হল না। মিমিকে দেখেই ঘিরে ধরে বাকি সারমেয়রা। হাসিমুখে তাদের দিকে এগিয়ে যান অভিনেত্রী। এমনকি কথাও বলতে শুরু করে দেন তাদের সঙ্গে। সবশেষে জন্মদিনের শুভেচ্ছা-সহ মিমির হাতে দুটো ফুলগাছের চারা তুলে দেন সেই সংস্থার কর্মীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments