জয়ে ফেরা দরকার। জয় জরুরিও। সেটা অনুধাবন করেই প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না টিম ইন্ডিয়া। কেমন পিচ হবে, পিচের চরিত্র কোনদিকে টার্ন নেবে, এসব নিয়ে জল্পনার মধ্যেই নেটে ডেকে নিয়ে আসা হল ৩৫ জন বোলারকে। বেশিরভাগই স্পিনার। সিরিয়াসভাবেই চলল অনুশীলন। কারণ, আগেই অপশনাল অনুশীলন বাতিল করে দেওয়া হয়েছিল। প্রতিটি অনুশীলনই বাধ্যতামূলক। এরমধ্যেই স্পিন রপ্ত করতেই ওয়াংখেড়েতে দেখা গেল এই অভিনব দৃশ্য। প্রথমে স্পোর্টিং উইকেটের কথা বলা হলেও, অনুশীলন দেখে অনুমান করাই যায় স্পিনবান্ধব উইকেটই হতে চলেছে শেষপর্যন্ত। সিরিজ আগেই খোয়া গেছে ভারতের, তবু ভারতের জয় প্রয়োজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্কে।