বাংলাদেশ যখন টেস্ট খেলল, সেই ম্যাচেই টি২০ মেজাজে ব্যাট করে গেল টিম ইন্ডিয়া। হাতে যে সময় নেই। জিততে মরিয়া রোহিত ব্রিগেড। বৃষ্টির জন্য আড়াইদিন খেলা বন্ধ থেকেছে। ফলে, চতুর্থ দিন মরিয়া হয়ে উঠেছিল ভারত। বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়। এরপর দ্রুত ভারত ২৮৫/৯ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। তাতে হয়েছে একের পর এক রেকর্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তাতে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। টাইগাররা এখনও পিছিয়ে ২৬ রানে। ফলে, পঞ্চমদিন দুরন্ত লড়াই দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের প্রথম ইনিংস গুড়িয়ে দিতে বুমরাহ নেন ৩ উইকেট। সিরাজ, অশ্বিন, আকাশদীপ নেন ২টি করে উইকেট। ১টি উইকেট জাদেজার। দ্বিতীয় ইনিংসে ২টি উইকেটই পেয়েছেন অশ্বিন। ভারতের ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। ৫১ বলে ৭২ রান করেন তিনি। ৪৩ বলে ৬৮ রান করেন কেএল রাহুল। বিরাট আউট হন ৪৭ রানে। রোহিত করেন ২৩।