টাকার ঝনঝনানি আইপিএলে। আসন্ন নিলামেই উড়বে কোটি কোটি টাকা। তার আগেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সুনীল গাভাসকর। পন্থের দিল্লি ছাড়া নিয়ে এক টিভি শো’য়ে তাঁর দাবি, ‘যখন কোনও খেলোয়াড়কে রিটেন করার ব্যাপার আসে, তখন টাকার অঙ্কটা নিয়ে ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়। সেটা প্রত্যাশিতই। স্পষ্টতই আমার মনে হয় যে সেই বিষয়টা নিয়ে কিছুটা মতবিরোধ হয়েছিল।’ সেই শো সম্প্রচারিত হওয়ার পর ৫ মিনিটও সময় নেননি পন্থ পাল্টা জবাব দিতে। পন্থ সমাজমাধ্যমে লেখেন, ‘আমার রিটেনশনের বিষয়টার সঙ্গে টাকার কোনও সম্পর্ক নেই। আমি নিশ্চিতভাবে সেটা বলতে পারি।’ তবে ঠিক কী কারণে পন্থ দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন এবার, তা স্পষ্ট করেননি। তবে ঘটনা যাই হোক, আইপিএল নিলামের আগে সবচেয়ে চর্চার মধ্যে থাকা ক্রিকেটারের নাম এবার ঋষভ পন্থই।