টি২০ ওমেন্স বিশ্বকাপেও বিশাল জয় পেয়েছে ভারতীয় মেয়েরা। শ্রীলঙ্কাকে হারিয়েছে ৮২ রানে। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলেন হরমনপ্রীতরা। জবাবে ৯০ রানেই অলআউট লঙ্কাবাহিনী। ভারতের হয়ে শেফালি (৪৩), স্মৃতি (৫০) ও হরমনপ্রীত (৫২*) শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো শাসন করে। শ্রীলঙ্কা রান তাড়া করতে গেলে অরুন্ধতী রেড্ডি ৩টি, আশা শোভানা ৩টি করে উইকেট নিয়ে আশা শেষ করে দেন। ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল। সেই সঙ্গে নেট রান রেটেও উন্নতি ঘটাল।