More
    Homeপশ্চিমবঙ্গঢাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, দেশে ফিরলেন রক্তাক্ত অবস্থায়!

    ঢাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, দেশে ফিরলেন রক্তাক্ত অবস্থায়!

    উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন। ২৩ নভেম্বর ঢাকায় পৌঁছানোর পর তিনি ২৬ তারিখ দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই, ঢাকার এক বাজারে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সায়নের অভিযোগ, বাজারে থাকা অবস্থায় একদল লোক তাঁদের ঘিরে ধরে। ভারত থেকে এসেছেন শুনেই দুষ্কৃতীরা সায়নের ওপর হামলা চালায়। রাস্তায় প্রকাশ্যে মারধর হলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বন্ধুর দ্রুত তৎপরতায় দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে সায়ন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

    থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তিনি উপেক্ষার শিকার হন। পুলিশ প্রথমে চিকিৎসার কথা বললেও কোনো সহায়তা করেনি। আহত সায়ন এবং তাঁর বন্ধু একাধিক হাসপাতালে গেলেও চিকিৎসা শুরু হয়নি। অবশেষে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা করান তিনি। হামলার সময় সায়নের মোবাইল ও টাকাপয়সাও ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থাতেই ভয়ে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে বেলঘরিয়া থানায় এবং গেদে সীমান্তে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে এ বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানোর পরিকল্পনা করেছেন তিনি।

    সায়ন জানান, ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন। বাংলাদেশের বন্ধুর নিরাপত্তা নিয়েও চিন্তিত তিনি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এ বিষয়ে ভারত বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনার প্রতি দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments