হর্ষিত রানাকে ধরে রাখতে গেলে বড় অঙ্কের টাকাই খসে যেতে পারত কেকেআরের। কিন্তু তা হচ্ছে না। তৃতীয় টেস্টের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন হর্ষিত। মনে করা হচ্ছে, মুম্বই টেস্টেই জাতীয় দলের জার্সিতে স্বপ্নপূরণ হতে পারে ২২ বছর বয়সী এই তারকার। কারণ, সম্প্রতি রঞ্জিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দিল্লির হয়ে অসমের বিরুদ্ধে দু’ইনিংসে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮ নম্বরে নেমে অর্ধশতরানের ইনিংসও খেলেন। তবে আপাতত আনক্যাপড প্লেয়ার হিসেবে আছেন। আর এই পরিস্থিতিতে কেকেআর যদি তাঁকে রেখে দিতে যায়, তাহলে চার কোটি টাকায় রেখে দিতে পারবে। কিন্তু হর্ষিত আগেই ক্যাপড প্লেয়ার হয়ে গেলে কমপক্ষে ১১ কোটি দিতে হত কেকেআরকে।মনে করা হচ্ছে কেকেআর রিটেনশন লিস্টে রেখে দেবে হর্ষিতকে। আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। অন্যদিকে ১ নভেম্বর থেকে ওয়াংখেড়েতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। অনেকেই মনে করছে, আসন্ন অস্ট্রেলিয়া সফরের অ্যাসিড টেস্ট হতে পারে তাঁর জন্য।