দ্বিতীয়বা∞র বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। তবে বর্ডার-গাভাসকর গুরুত্বপূর্ণ ট্রফি মিস করতে চান না তিনি। কামিন্সের স্ত্রী বেকি বস্টন সন্তানসম্ভবা হওয়ায় বিজিটি সিরিজ শেষেই ছুটিতে যাবেন কামিন্স। ফলে, খেলবেন না শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। কারণ, বছর শেষেই আসতে পারে সুসংবাদ। সেইমুহূর্তের সাক্ষী থাকতে চান অসি অধিনায়কও।