নিজের শহরেই এবার সিরিজ জেতার চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের। বুধবার দ্বিতীয় টি২০ ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই, টেস্টের পর টি২০তেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতবে গম্ভীরের শিষ্যরা। ভারতের হেড কোচ হিসেবে গম্ভীর প্রথম টি২০ সিরিজ জিতেছেন শ্রীলঙ্কায়। বাংলাদেশকে হারাতে পারলে আসবে তাঁর ঘরের মাঠে টি২০ সাফল্য। দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তবে নীতিশের জায়গায় শিবম দুবের পরিবর্ত হিসেবে দলে আসা তিলক ভার্মাকে খেলানো হতে পারে। হর্ষিত রানা সুযোগ পান কিনা, তাও দেখার।