শহরের খাবারপ্রেমীদের জন্য আজ এক নতুন সংযোজন! নিরামিষ খাবারের প্রতি বাড়তে থাকা আগ্রহের মধ্যেই সামনে এলো এক অসাধারণ রেসিপি – নিরামিষ কাঁকরোল মালাইকারি।
কাঁকরোলের স্বাদ ও মালাইয়ের মিষ্টি মিশ্রণে এই রেসিপিটি দখল করে নিচ্ছে সবার মন। এই রেসিপিটির সেরা দিক হল এটি সম্পূর্ণ নিরামিষ, তাই শাকসবজিপ্রেমীরাও মনের স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।
**রেসিপিটিতে ব্যবহৃত উপাদান:**
* কাঁকরোল
* মালাই
* বিভিন্ন মসলা
* দুধ
* কাজু বাটা
* তেল
* লবণ
**রেসিপিটির বিশেষত্ব:**
* সহজে তৈরি করা যায়
* স্বাদে অত্যন্ত মুখরোচক
* পুষ্টিকর
* নিরামিষ
নিরামিষ কাঁকরোল মালাইকারি রেসিপিটি খাবারপ্রেমীদের জন্য এক নতুন উপহার। স্বাদে মুগ্ধ করার পাশাপাশি এটি পুষ্টিকরও। তাই আর দেরি না করে আজই এই রেসিপিটি তৈরি করে দেখুন।