More
    Homeখেলাপারথে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তাই জসপ্রীত বুমরাহ

    পারথে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তাই জসপ্রীত বুমরাহ

    রোহিত অনুপস্থিত। পারথে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তাই জসপ্রীত বুমরাহ। নিজের ভূমিকা জানেন ভারতের এই স্পিডস্টার, এরইসঙ্গে গুরুদায়িত্ব নিতেও তাঁর কোনও জড়তা নেই। নিজের মতো করেই দল পরিচালনা করতে চান তিনি। স্পষ্টই বলেছেন, ‘আমি সম্মানিত। বিরাটের একটা স্টাইল ছিল। রোহিতেরও একটা স্টাইল রয়েছে। আমারও নিজস্ব স্টাইল রয়েছে। সেই স্টাইলেই চলব।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েই খেলতে এসেছে অস্ট্রেলিয়ায়। তবে বাড়তি চাপ নিতে নারাজ বুমরাহ।তিনি বলেন, ‘ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। আপনি জিতলেও শূন্য থেকে শুরু করেন। হারলেও একই জায়াগ থেকে শুরু করতে হবে।’ ঘরের মাঠে হার ভুলে ডনের দেশে নতুন করে শুরু করতে মরিয়া ভারত। বুমরাহ বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি ম্যাচের জন্য। আমরা আগেই এসে ওয়াকায় অনুশীলন করেছি। পারথেও করেছি।যথেষ্ট ভালো সেশন হয়েছে। জুনিয়রদের ওপরও দায়িত্ব থাকছে, সঠিক জায়গায় সুযোগ কাজে লাগিয়ে পারফর্ম করার’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments