সত্যি সুসময় যাচ্ছে সরফরাজ খানের। টেস্টে সুযোগ মিলেছে। জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে। এবার দ্বিতীয় টেস্টের আগে আরও এক সুখবর জানালেন তাঁর ভক্তদের। পুত্রসন্তানের বাবা হলেন সরফরাজ। গত বছর আগস্ট মাসেই চার হাত এক হয়েছিল সরফরাজ খান ও তাঁর স্ত্রী রোমানার। এবার তাঁদের জীবনেই এল নতুন অতিথি। সোমবার সরফরাজের স্ত্রী রোমানা জাহুর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাতকে কোলে ও বাবাকে পাশে নিয়ে সমাজ মাধ্যমে ছবিও দিয়েছেন সরফরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শুভমন গিল চোট পাওয়ায় ভাগ্যের শিকে ছিঁড়েছিল সরফরাজের প্রথম একাদশে ঢোকার। এরপর প্রথম ইনিংসে শূন্য হাতেই ফেরেন। দ্বিতীয় ইনিংসে ভারতের বিপদে ১৫০ রানের অসামান্য ইনিংস খেলেন তিনি। এবার পেলেন জীবনের সবচেয়ে দামী উপহার।