নাট্যকার চন্দন সেন থেকে শুরু করে বিপ্লব বন্দ্যোপাধ্যায় কিংবা সুদীপ্তা চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের ‘সরকারি বোনাস’ ও ‘রাজ্য সরকারের পুরস্কার’ মন্তব্যে ‘অপমানিত’ হয়ে একে একে রাজ্য সরকার প্রদত্ত সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টলিপাড়ার একাধিক স্বনামধন্য ব্যক্তিরাই। ইতিমধ্যেই নিজেদের মতো করে ইমেলের মাধ্যমে নিজেদের আবেদন জানিয়েছেন বিশিষ্টরা। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা অন্য পথেই হাঁটছেন গায়িকা ইমন চক্রবর্তী। সঙ্গীতশিল্পীর মতে, ‘পুরস্কারগুলো আমার বহু পরিশ্রমের ফল। এই বিষয়টা নিয়ে পরে ভাবা যাবে।’ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি নিজে দুটো পুরস্কার নিয়ে বাড়িতে বসে আছি। এই বিষয়টা নিয়ে পরে ভাবা যাবে। যে কয়জন রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় এটা আমার অনেক পরিশ্রমের ফল। সেটা যখন আমি পেয়েছি। আমার বাড়িতে সেগুলো রয়েছে অনেক খাটনির ফল হিসেবে। ওগুলো থাক আপাতত। পরে ভেবে দেখা যাবে।’ যদিও তিনি এটাও জানান কাঞ্চন মল্লিকের থেকে এমন একটি মন্তব্য একেবারেই আশা করেননি তিনি।