পুরুষ ক্রিকেটারদের সাক্ষাৎকার নিতে গিয়ে চূড়ান্ত অপমানিত মন্দিরা বেদি! তবে তিনি তখন আজকের মন্দিরা বেদি নন। যিনি জানেন চোখে চোখ রেখে কী ভাবে প্রশ্নবাণে বিদ্ধ করতে হয়। সেদিনের মন্দিরা বেদির সঙ্গে আজকের অনেক পার্থক্য। বর্তমানে জনপ্রিয় সঞ্চালিকা তিনি। তবে এই ঘটনাগুলি বহু আগের। সেই সময় পুরুষ ক্রিকেটারদের সাক্ষাৎকার নিতে গিয়ে নাকি কেঁদে ফেলেছিলেন সঞ্চালিকা। সম্প্রতি করিনা কাপুরের একটি অনুষ্ঠানে এসে এমনই জানিয়েছেন মন্দিরা। ২০০৩ সালের বিশ্বকাপের সময় সঞ্চালনা করার জন্য ডাক পেয়েছিলেন তিনি। তখনও পুরুষ ক্রিকেটাররা এই ধরনের অনুষ্ঠানে পুরুষ সঞ্চালকদের সঙ্গে বসে অভ্যস্ত। মন্দিরাকে কিছুটা অবজ্ঞার চোখেই দেখেছিলেন তাঁরা। মন্দিরার প্রশ্ন এড়িয়ে গিয়ে কিছুটা ইচ্ছাকৃত ভাবেই অন্য উত্তর দেন তাঁরা। শো শেষে সেই প্রথম প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন মন্দিরা। যদিও সেটাই ছিল প্রথম এবং শেষ ঘটনা। তারপর থেকে নিজেকে ভিন্ন রূপেই পেশ করেছিলেন তিনি।