More
    Homeবিনোদনপ্রেমিকের সঙ্গে নিত্যদিনের ঝগড়া মধুমিতা সরকারের! কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

    প্রেমিকের সঙ্গে নিত্যদিনের ঝগড়া মধুমিতা সরকারের! কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

    সম্পর্কের বয়স সবে মাত্র পাঁচ মাস। এর মধ্যেই প্রেমিকের সঙ্গে নিত্যদিনের ঝগড়া মধুমিতা সরকারের! কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? এ বার তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা ভালবাসা দিবসের দিনই প্রকাশ্যে আনলেন তিনি। তবে কি প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ভালো নেই টলি – অভিনেত্রী?

     

    গত শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ছিল ভালবাসা দিবস। বাতাসে এখনও প্রেমের আবহ। এর মধ্যেই, প্রেমিক দেবমাল্যর সম্পর্কে সমাজমাধ্যমে মুখ খুললেন মধুমিতা।

     

    বিবাহবিচ্ছেদের পর কোনও সম্পর্কে জড়াননি মধুমিতা। একসময় চুটিয়ে উপভোগ করেছেন সিঙ্গেলহুড। তবে বিগত বছর ২০২৪ সালে, তাঁর মনে ধরে ইঞ্জিনিয়ার প্রেমিক দেবমাল্যকে। এর পরেই, দেবমাল্যর সঙ্গে তাঁর সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে দিব্যি চুটিয়ে প্রেমও করছিলেন টলি-অভিনেত্রী।

     

    তবে, এ দিন ‘ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। একটি ছোট্ট ভিডিয়ো। যার মধ্যে মধুমিতা এবং দেবমাল্যর একাধিক মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। সেই মুহূর্ত গুলোই এ দিন অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। সেখানেই নজর কেড়েছে মধুমিতার লেখা ক্যাপশন। মধুমিতা লেখেন, ‘সম্পর্কের প্রায় পাঁচ মাস। অনেক কিছুই বদলেছে। কিন্তু তোমার সঙ্গে জীবনটা কখনই একঘেয়েমি মনে হয়নি। বরং আমরা অহেতুক ছোটখাটো কারণে হাসি। মজা করি। তোমার সঙ্গে প্রায় প্রতিদিনই ঝগড়া করি।’ সেই সঙ্গে অভিনেত্রী তাঁর এই সম্পর্ককে একটি ‘অ্যাডভেঞ্চার’-এর সঙ্গেও তুলনা করেছেন এবং তিনি চান, এই অভিযান চলতেই থাকুক। স্পষ্টত বলা যায়, প্রেমিক দেবমাল্যর সঙ্গে বেশ খোশমেজাজেই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

     

    ২০১৫ সালের জুলাইয়ে তিনি পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সালে বৈবাহিক জীবনের ইতি টানেন সৌরভ এবং মধুমিতা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments