একটাই শর্ত মোহনবাগান যদি পঞ্জাব এফসির বিপক্ষে জয় পায় বা অপরাজিত থাকে। হলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে সবুজমেরুন ব্রিগেড। বুধবারই ঘরের মাঠে সেই ম্যাচ। তাতে শিল্ড জয়ের আরও কাছাকাছি চলে যাবে মোলিনা ব্রিগেড। শিল্ড ধরে রাখতে সবুজ মেরুন বাহিনীর প্রয়োজন ১০ পয়েন্ট। অর্থাৎ ম্যাজিক ফিগার দরকার ৫৩। কারণ দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি-র ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট। বাকি ৬ ম্যাচে জিতলেও সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্থাৎ মোট ৫২ পয়েন্ট পেতে পারবে জামশেদপুর।