যা রটে, তা বোধহয় সবসময় ঘটে না। একটু পরেই ভারতীয় সময়ে গভীর রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। ফাঁস হয়ে যাওয়া তথ্যে ভিনিসিয়ুসের নামই ছিল জয়ী হিসেবে। কিন্তু ফুটবল বিষয়ক অন্যতম নামী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানালেন বিস্ফোরক তথ্য। তিনি সমাজ মাধ্যমে দাবি করেন, ভিনিসিয়ুস জুনিয়র এই অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসেই যাননি। কারণ, রিয়াল মাদ্রিদ জানে, সে এই ট্রফি জিতবে না। এমনকি রিয়াল মাদ্রিদ থেকে কোনও প্রতিনিধিই নেই এই অনুষ্ঠানে। এমনকি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না কার্লো আন্সেলোত্তি, জুড বেলিংহ্যামও। এই তথ্যে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলছেন ফুটবলপ্রেমীরা। এখন দেখার, মেসি-রোনাল্ডোকে ছাড়া এই পুরস্কার কার হাতে ওঠে। ভিনি-বেলিংহ্যামরা না পেলে জোরালো হচ্ছে রদ্রির নামই।