ফের মহিষাসুরমর্দিনী শুভশ্রী। মহালয়ার ভোরে ‘নবরূপে’ ধরা দেবেন জিবাংলার পর্দায়। অভিনেত্রী জানান এই বছর জিবাংলার পর্দায় তাঁর ষষ্ঠবার দেবী দুর্গা রূপে আসা। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ‘নবরূপে দেবী দুর্গা’র প্রোমো। কতটা উত্তেজিত অভিনেত্রী? শুভশ্রী জানান, ”জি বাংলার জন্য এটা আমার ষষ্ঠবার মা দুর্গার হওয়া। দেবী দুর্গার বেশে আসতে সবসময়তেই আমার ভালো লাগে। খুবই উত্তেজিত আমি। এইবারে মা দুর্গার অংশের শুটিংটা অনবদ্য হয়েছে। দারুণ কোরিওগ্রাফি এবং শুট করা হয়েছে। সবটাই খুব সুন্দর। আমি এই বছরের মহালয়ার জন্য খুবই আগ্রহী। আর আমি নিশ্চিত দর্শকরাও খুবই উত্তেজিত কারণ তাঁদের থেকেও অনেক ফিডব্যাক পাচ্ছি। আমি একবছর মহালয়া করতে পারিনি। কাজেই এই বছরটা দর্শকদের জন্য এবং আমার জন্য খুবই বিশেষ। মহালয়ায় আসছে নবরূপে দেবী দুর্গা। ঠিক ভোর ৫ টায়, জি বাংলার পর্দায়।’