More
    Homeঅনান্যবলিপাড়া থেকে টলিপাড়া, মহাকুম্ভে পুণ্য অর্জনে ব্যস্ত তারকারা

    বলিপাড়া থেকে টলিপাড়া, মহাকুম্ভে পুণ্য অর্জনে ব্যস্ত তারকারা

    বলিপাড়া থেকে টলিপাড়া, মহাকুম্ভে পুণ্য অর্জনে ব্যস্ত তারকারা। কেন বাদ পড়বে দক্ষিণী ইন্ডাস্ট্রি? এ দিন মা মাধবী দেবেরাকোন্ডাকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গাস্নান সেরেছেন বিজয় দেবেরাকোন্ডা।

    একদিকে, দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে প্রেম নিয়ে চর্চা চলছে নেটপাড়ায়। সম্প্রতি, দু’জনেই সম্পর্কের কথা স্বীকারও করেছেন তাঁরা। এই কারণে অনেকেই মনে করছেন চার হাত এক হওয়ার আগেই পুণ্য স্নান সারছেন অভিনেতা। কিন্তু এই সিদ্ধান্তে সিলমোহর দেননি কেউই।

    সম্প্রতি, ভাইরাল হয়েছে দেবেরাকোন্ডার আধ্যাত্মিক রূপ। এ বার এক অন্য লুকে অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে, দক্ষিণী অভিনেতার পরনে গেরুয়া ধুতি। কপালে গেরুয়া তিলক। গলা ভর্তি রুদ্রাক্ষের মালা। অন্যদিকে, বিজয়ের মায়ের পরনেও গেরুয়া রঙের চুড়িদার। পাশাপাশি স্পষ্টত ছবি দেখে বোঝাই যাচ্ছে , দু’জনেই হাত জোড় করে মহাকুম্ভের তিথিতে আরাধনায় মত্ত হয়েছেন।

    এ দিকে পায়ে চোট নিয়েই ছবির প্রচারে ব্যস্ত প্রেমিকা রশ্মিকা। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে পঞ্জাবের স্বর্ণমন্দিরে দেখা মিলেছে তাঁর। সামনেই আসছে তাঁদের নতুন ছবি। চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক লক্ষন উতেকর পরিচালিত ‘ছাবা’। যেখানে মুখ্য ভূমিকায় নজর কাড়বেন দক্ষিণী অভিনেত্রী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments