More
    Homeঅনান্যবিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস

    বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস

    বেসিক স্কিনকেয়ার রুটিনের ধাপ

    টিনেজ থেকেই ত্বকের যত্নে বেসিক স্টেপগুলো ফলো করা উচিত। আপনি যখন নতুন করে স্কিনকেয়ার প্রোডাক্টস অ্যাড করবেন, তখন একবারে ৩/৪টা প্রোডাক্টস ট্রায়াল না দেওয়াই ভালো। প্যাচ টেস্ট করে নিতে হবে প্রথমেই। একটি প্রোডাক্ট অন্তত এক সপ্তাহ ইউজ করে সেটা স্যুট করে গেলে তারপর নেক্সট প্রোডাক্ট ইনক্লুড করে নিন। আর কোনো প্রোডাক্ট ইউজ করে যদি স্কিনে ইরিটেশন হয়, তাহলে সেটা আপাদত বাদ দিতে হবে। দেখে নিন ডেইলি, উইকলি ও মান্থলি স্কিনকেয়ার রুটিনের ধাপগুলো কী কী।

     

    রেগুলার স্কিনকেয়ার

    ক্লেনজিং

    টোনিং

    ময়েশ্চারাইজিং

    সান প্রোটেকশন

    উইকলি স্কিনকেয়ার

    স্ক্রাবিং

    ফেইস প্যাক/ মাস্ক

    নোজ পোরস স্ট্রিপস

    মান্থলি স্কিনকেয়ার

    ফেসিয়াল

    শেভিং বা ওয়্যাক্সিং

    বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন

    বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার

     

    ক্লেনজিং

    প্রথমেই আপনাকে ত্বকের ধরন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিতে হবে। হেলদি স্কিনের জন্য প্রথম থেকেই ডাবল ক্লেনজিং মেথড ফলো করুন। সেজন্য একটি অয়েল বেইজড ক্লেনজার বা মাইসেলার ওয়াটার বা মেকআপ ক্লেনজিং অয়েল দিয়ে ফেইস ক্লিন করে তারপর ফোম বা জেল বেইজড ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে নিন। সকালে আপনি অনলি ফেইস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে পারেন, কিন্তু রাতের বেলা বা বাইরে থেকে এসে আপনাকে ডাবল ক্লেনজিং করতে হবে। এতে যেই বেনিফিটগুলো পাবেন-

     

    ডার্ট, পল্যুশন, মেকআপ, সানস্ক্রিন সবই প্রোপারলি ক্লিন হবে

    পোরস ক্লগড হয়ে স্কিনে বাম্পস বা একনে হওয়ার পসিবিলিটি থাকবে না

    স্কিনের এক্সেস অয়েল রিমুভ হবে, স্কিন ফ্রেশ ও হেলদি থাকবে

    প্রোডাক্ট সাজেশন

    ড্রাই ও অয়েলি স্কিনের জন্য আলাদা আলাদা ক্লেনজার পাওয়া যায়, যেটা প্রোডাক্টের প্যাকেজিংয়ে মেনশন করা থাকে। বিগেইনারদের জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু ফেইস ওয়াশ ও ক্লেনজারের সাজেশন থাকছে, স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দেরটি।

     

    অয়েল বেইজড ক্লেনজার Skin Cafe Makeup Cleansing Oil Advanced

    অল স্কিন টাইপের জন্য Panam Care Daily Face Wash Beetroot Extract

    অল স্কিন টাইপের জন্য Rajkonna Glow Booster Facial Wash With Jojoba Beads

    অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য Rajkonna Acne Fighting Facial Wash With Jojoba Beads

    একনে প্রন স্কিনের জন্য Panam Care Daily Face Wash Apple Cider Vinegar

    অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য LILAC Brightening Face Wash Oily And Combination Skin

    অল স্কিন টাইপের জন্য Groome Bird’s Nest Brightening Face Wash

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments