‘বিদেশি শিল্পীরা এসে যখন…’ গানে মদের প্রচার, বিপথে যাবে শিশুরা! অভিযোগ উঠতেই তেলঙ্গনা সরকারকে পাল্টা জবাব দিলেন দিলজিৎ দোসাঞ্জ। প্রসঙ্গত, এই মুহূর্তে দেশজুড়ে শো করে বেড়াচ্ছেন গায়ক। কিন্তু গত ১৫ নভেম্বর ছিল হায়দরাবাদে শো-এর আগেই ঘটল বিপত্তি! শোয়ের দিনই তেলঙ্গনা সরকার আইনি নোটিস দেয় গায়ককে। গায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি গানের মাধ্যমে মাদক সেবনের প্রচার করছেন। চুপ থাকার পাত্র নন তিনিও। অভিযোগের জবাব মঞ্চেই দিলেন দিলজিৎ। তিনি বলেন, “বিদেশ থেকে শিল্পীরা এখানে এসে যা ইচ্ছে তাই করে যান, তখন কোনও অসুবিধা হয় না! কেবল আমাদেরই যত দোষ!”