মঞ্চ প্রস্তুতই ছিল। বিরাট কোহলির ৩০০ তম ম্যাচ স্মরণীয় হতে দিল না গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচ। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু সমাজ মাধ্যমে। মাঠে কোহলি, গ্যালারিতে অনুষ্কা শর্মাও অবাক হয়ে যান মুহূর্তে এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যেন কেউই। জাদেজাও বিরাটকে দেখে জন্টি রোডসের স্টাইল করে দেখালেন। ম্যাট হেনরির শর্ট ওয়াইড ডেলিভারিতে বাউন্ডারি নিশ্চিত ঠিকানা লেখা ছিল, কিন্তু, বিরাট এবং বাউন্ডারির মধ্যে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস। বলটা তাঁর ডানদিক দিয়ে বিদ্যুৎগতিতে যেতেই গ্লেন ঝাঁপ দেন। বাড়িয়ে দিলেন ডান হাতটা। বলটা কার্যত চুম্বকের মতো তাঁর হাতে আটকে যায়।