More
    Homeখবরভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর পন্থের এত তাড়াতাড়ি প্রত্যাবর্তন, অনেকের চোখেই বিস্ময়

    ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর পন্থের এত তাড়াতাড়ি প্রত্যাবর্তন, অনেকের চোখেই বিস্ময়

    ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর পন্থের এত তাড়াতাড়ি প্রত্যাবর্তন, অনেকের চোখেই বিস্ময়। দিল্লি ক্যাপিটালসে তাঁকে খুব কাছ থেকেই দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখেছেন পন্থের ইচ্ছেশক্তি, মনের জোর, ডেডিকেশন। তাই আর বোধহয় অবাক হন না। ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালে, এরপর সেই বাংলাদেশের বিরুদ্ধেই প্রথম টেস্টে দলে ফিরলেন তিনি। প্রায় ২০ মাস পর। সৌরভ গাঙ্গুলী বলেন, ‘পন্থ ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। ও যে দলে ফিরেছে তাতে আমি অবাক হইনি। ও ভারতের হয়ে অনেক টেস্ট খেলবে। যদি আগের মতোই খেলে তা হলে ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্থ’। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সেরা দলই নামাচ্ছে ভারত। রোহিতের ক্যাপ্টেন্সিতেই খেলতে নামবেন বিরাট- জসপ্রীতরা। প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন বাংলার ক্রিকেটার আকাশদীপ। তবে শামি অনুশীলন শুরু করে দিলেও, তাঁকে ডাকা হয়নি। ফলে, শামিকে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে দলে। সৌরভ আকাশদীপ সম্পর্কে বলেন, ‘ওকে বাংলার হয়ে খেলতে দেখেছি। বলের গতি ভাল। সিরাজ বা শামির মতোই গতি ওর।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments